কম্পিউটার কি ?কম্পিউটারের ব্যবহার কি কি ?
কম্পিউটার কি ?
কম্পিউটার হচ্ছে ইলেকট্রিক চালিত এমন একটি দ্রুতগতিসম্পন্ন গণক যন্ত্র যা আমাদের দেওয়া ইনপুট (Input) নির্দেশগুলিকে গ্রহণ করে সেগুলিকে বিশ্লেষণ (Process) করে অর্থপূর্ণ ফলাফল বা আউটপুট (Output) দেয় এবং ফলাফলগুলিকে মেমোরিতে সঞ্চয় করে রাখে ।
কম্পিউটার কথাটির উৎপত্তি কম্পিউট (Compute) শব্দ থেকে, যার অর্থ গণনা করা। আবিষ্কারের শুরুতে গাণিতিক ক্ষেত্রে এটিকে ব্যবহার করা হলেও পরবর্তী সময়ে এর ব্যবহার বহু অগাণিতিক ক্ষেত্রেও লক্ষ্য করা যায়।
কম্পিউটার এমন এক যন্ত্র যা তথ্য গ্রহণ করে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা বিশ্লেষণ ও উপস্থাপন করে। সভ্যতার বিকাশ এবং বর্তমানে তার দ্রুত অগ্রগতির মূলে রয়েছে গণিত ও কম্পিউটারের প্রবল প্রভাব।
কম্পিউটারের ব্যবহার কি কি ?
দৈনন্দিন মানবজীবনের বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটারের গুরুত্ব অপরিসীম। আমাদের জীবনে প্রতিনিয়ত কম্পিউটার তার ভূমিকা পালন করে চলেছে। যেসব ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করা হচ্ছে তার কয়েকটি এখানে আলোচনা করা হল-
1. শিক্ষাক্ষেত্রে
আমাদের স্কুল শিক্ষা থেকে শুরু করে উচ্চশিক্ষাক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের জন্য কম্পিউটার শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে । ছাত্র-ছাত্রীদের পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন, ফলপ্রকাশ, প্রবেশিকা পরীক্ষা এবং ভর্তি সংক্রান্ত কাজে কম্পিউটার ব্যবহৃত হয়। আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নপত্র, রেজাল্ট ইত্যাদির প্রস্তুতির কাজেও কম্পিউটার অপরিহার্য যত্ন হিসাবে ব্যবহৃত হয়। বর্তমানে (অনলাইন শিক্ষা )প্রথা চালু হওয়ার ফলে শিক্ষার্থীরা সহজেই দেশ-বিদেশের বিভিন্ন।
উচ্চশিক্ষার ক্ষেত্রে, ছাত্র-ছাত্রীদের গবেষণার কাজেও কম্পিউটার ব্যবহূত হয়।
2. স্বাস্থ্যকেন্দ্রে
চিকিৎসাশাস্ত্রের প্রায় প্রতিটি ক্ষেত্রে রোগ নির্ণয় থেকে রোগীর রেকর্ড সংরক্ষণ-এর কাজে কম্পিউটার ব্যবহৃত হচ্ছে। চক্ষু পরীক্ষা, সিটি স্ক্যান, MRI, আল্ট্রাসোনোগ্রাফি ও বাইপাস সার্জারির কাজে কম্পিউটারের ব্যবহার লক্ষ্য করা যায়।
3. ব্যবসা-বাণিজ্যে
আজকাল ছোট বড় যে-কোনো ব্যবসা সফলভাবে করতে কম্পিউটার ব্যবহার করা হচ্ছে। ই-কমার্স (e-commerce), অনলাইন ট্রেডিং (online trading), শেয়ার বাজারের কার্য পরিচালনা ইত্যাদি কম্পিউটারের সাহায্যেই সময়ে অনায়াসে করা সম্ভব হয়েছে।
4. যোগাযোগ ব্যবস্থায়
ইন্টারনেটের সাহায্যে মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্তের সাথে যোগাযোগ স্থাপন করেছে। টেলি যোগাযোগ ও
উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় কম্পিউটারের ভূমিকা অপরিসীম। যে-কোনো প্রান্তে যাওয়ার জন্য বিমান বা রেলের টিকিট কাটার ক্ষেত্রে কম্পিউটার ব্যবহৃত হচ্ছে।
5. ইঞ্জিনিয়ারিং শিল্পে
কম্পিউটারের সাহায্যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সহজে ও দ্রুততার সঙ্গ্যে করা যাচ্ছে। এর সাহায্যে বড় বড় ব্রিজ, স্থাপত্যের নকশা খুব তাড়াতাড়ি তৈরি করা যাচ্ছে।
6. ব্যাঙ্ক পরিষেবায়
এখন ব্যাঙ্কের যাবতীয় কাজ অর্থাৎ টাকার লেনদেন, সুদ, সঞ্চয় ইত্যাদির হিসাব কম্পিউটারের সাহায্যে নির্ভুলভাবে করা যায়। কম্পিউটার পরিচালিত ATM (অটোমেটেড টেলর মেশিন) সিস্টেমের সাহায্যে টাকা তোলা মানুষকে অনেক সাহায্য করছে।
7. অফিস-আদালতের কাজে
অফিস আদালতে তথ্য কিংবা রেকর্ড সংরক্ষণে, সাক্ষ্যগ্রহণে, নোটিস, মেমো, চিঠিপত্র, বেতনের হিসাব ইত্যাদি কাজে কম্পিউটার ব্যবহৃত হচ্ছে।
৪. প্রকাশনার কাজে
কম্পিউটারের সাহায্যে DTP-র (Desk Top Publishing) কাজ, বইয়ের প্রচ্ছদ ও অলংকরণ তৈরির কাজ দ্রুততার সঙ্গে করা সম্ভব হচ্ছে।
9. তথ্যপ্রযুক্তি শিল্পে
কম্পিউটারের সাহায্যে তথ্যপ্রযুক্তি শিল্পে প্লাবন এসেছে। ডেটাকে বিশ্লেষণ (Processing) করে তথ্য তৈরি করে তা ব্যবসায়িক কাজে লাগানো হচ্ছে। তৈরি হচ্ছে BPO (বিসনেস প্রসেস আউটসোর্সিং), KPO (নলেজ প্রসেস আউটসোর্সিং)-এর মতো ক্ষেত্র
10. প্রশাসনিক কাজে
রাজা, জেলা ও ব্লক স্তরের আধিকারিকদের মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করা কিংবা ওয়েবসাইটে নানারকম নির্দেশিকা, ফর্মা দেওয়ার কাজ ইত্যাদি কম্পিউটারের সাহায্যে সম্ভব হচ্ছে।
11. বিনোদনে
সিনেমা দেখা, কার্টুন, অ্যানিমেশন, গান শোনা, গেম খেলা, চ্যাটিং প্রভৃতি কম্পিউটারের সাহায্যে করা যায়।
• কম্পিউটারের প্রধান প্রধান ইনপুট ডিভাইস : কী-বোর্ড, মাউস, জয়স্টিক এবং লাইট পেন
• কম্পিউটারের প্রধান প্রধান আউটপুট ডিভাইস : মনিটর, প্রিন্টার, প্লটার এবং সাউন্ড বক্স
कंप्यूटर के मुख्य मुख्य इनपुट डिवाइस कौन से हैं?
कंप्यूटर के मुख्य मुख्य आउटपुट डिवाइस कौन से हैं?
What are the main main input devices of the computer?
What are the main output devices of a computer?