রাখাল ছেলে||রাখাল ছেলে - জসিমুদ্দিন||জসীম উদ্দীন রাখাল ছেলে||বাচ্চাদের বাংলা কবিতা||রাখাল ছেলে, রাখাল ছেলে, বারেক ফিরে চাও। বাঁকা গাঁয়ের পথটি বেয়ে কোথায় চলে যাও ?” “ওই য়ে দূরে মাঠের পারে সবুজ ঘেরা গাঁ, কলার পাতায় দোলায় চামর, শিশির ধোয়ায় পা, সেথায় আছে ছোট্ট কুটির সোনার পাতায় ছাওয়া, সাঁঝ আকাশে রাখাল ছেলে - জসিমুদ্দিন কবি পরিচিতি : জসিমুদ্দিন : ১৯০৩ খ্রিস্টাব্দে ফরিদপুর (বর্তমান বাংলাদেশ) জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। ‘বালুচর', ‘ধান ক্ষেত', 'রাখালী', 'নক্সী’ কাঁথার মাঠে প্রভৃতি তাঁর বিখ্যাত গ্রন্থ। “রাখাল ছেলে, রাখাল ছেলে, বারেক ফিরে চাও। বাঁকা গাঁয়ের পথটি বেয়ে কোথায় চলে যাও ?” “ওই য়ে দূরে মাঠের পারে সবুজ ঘেরা গাঁ, কলার পাতায় দোলায় চামর, শিশির ধোয়ায় পা, সেথায় আছে ছোট্ট কুটির সোনার পাতায় ছাওয়া, সাঁঝ আকাশে ছড়িয়ে পড়া, আবীর রঙে নাওয়া, সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা, সেথায় যাব, ও ভাই এবার, আমায় ছাড় না ।” “রাখাল ছেলে, রাখাল ছেলে, আবার কোথা যাও ? দূর আকাশে ছাড়ল সবে রঙীন মেঘের আও “ঘুম হতে আজ জেগেই দেখি শিশির-ঝরা ঘাসে, সারা রাতের